রংপুরে বাড়িতে হামলার মাধ্যমে মূলত তার "প্রাণনাশের চেষ্টা করা হয়েছে" বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। হামলাকারীদের সাথে পিস্তল-বন্দুক-রামদার মতো অস্ত্র ছিল বলেও বিবিসি বাংলার কাছে দাবি করেছেন তিনি।

হামলার জন্য রংপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন জি এম কাদের।

বৃহস্পতিবার রাত আটটা থেকে নয়টার দিকে মি. কাদেরের রংপুরের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

ফেসবুকে স্ট্যাটাসে ঘোষণা দিয়েই এই হামলা করা হয়েছে বলে মন্তব্য করেন এই রাজনীতিবিদ। এই ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলমান আছে বলে জানান তিনি।